কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় ও কমিউনিটি পুলিশিং ফোরামের সহায়তায় ৫২ জন কর্মহীন হতদরিদ্র গরীবদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছ।
শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪ টায় থানা চত্বরে ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, কালিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কাজী রওনাকূল ইসলাম দুলাল, কালিগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিমসহ সাংবাদিকবৃন্দ।
মোট ৫২ জনকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। প্রত্যেক হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১কেজি কেজি ডাল, ১কেজি সয়াবিন তেল, ১টি হ্যান্ড স্যানিটাইজার, ১টি সাবান সহ প্রত্যেক একটি প্যাকেট প্রদান করা হয়।