আজ || সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


কালবৈশাখী ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের ব্যাপক ক্ষতি

প্রচণ্ড ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে

রবিবার (১০ মে) রাতের কালবৈশাখী ঝড়ে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাইস্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

এদিন রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। তার আগে প্রচণ্ড ভ্যাপসা গরমের পর ইফতারের পরপরই রাজগঞ্জের আকাশে মেঘ জমতে থাকে। এরপর শুরু হয় ঝড়ের তাণ্ডব।

রাজগঞ্জ হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মাসুদ কামাল জানান, প্রচণ্ড ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে। এর নিচে পড়ে একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল ভেঙ্গে যায়। এতে প্রায় ২০/২৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।

গাছের চাপে আর্সেনিক মুক্ত টিউবওয়েলটি ভেঙ্গে গেছে

এছাড়া রাজগঞ্জ এলাকার মাঠে কেটে রাখা বোরো ধান উড়ে লন্ডভন্ড হয়ে যায়। পাশাপাশি প্রবল ঝড়ে উঠতি ফসলের পাশাপাশি বিপুল পরিমাণ আম ঝরে পড়ে। করেনাভাইরাসের কারণে এমনিতেই মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তার ওপর ঝড় ও ভারী বর্ষণের ফলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।


Top