• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কলারোয়া উপজেলায় কৃষি মেলা-২০২০ উদ্বোধন অনুষ্ঠান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১৮:২০ অপরাহ্ণ
কলারোয়া উপজেলায় কৃষি মেলা-২০২০ উদ্বোধন অনুষ্ঠান
 সাতক্ষীরায় কলারোয়ায় মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ এর উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু , সাবেক অধ্যক্ষ আবু নসর, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান,সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ,উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার,ইউপিচেয়ারম্যান রবিউল হাসান,সাংবাদিক বৃন্দ,সরকারি অফিসার বৃন্দ  প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসিন আলী । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপ-সহকারী অফিসার তচপস কুমার দাস। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ২২টি স্টল বিভিন্ন কৃষিপ্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।