কলারোয়ায় ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপনী হয়েছে মহাতাঁবু জলসার মধ্য দিয়ে। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে উপজেলা স্কাউটস এ অনুষ্ঠানের আয়োজন করে।
“মুজিববর্ষে উন্নত স্কাউটিং-এ আমরা ” শ্লোগানকে সামনে রেখে এ সমাবেশের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ইউনুছ আলি। উপজেলা স্কাউটস’র সম্পাদক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস,শিক্ষাবিদ এম.এ ফারুক, অধ্যক্ষ ইউনুস আলি, সহযোগী অধ্যাপক হারুন-অর- রশিদ, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ,কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক রুহুল আমিন, পাবলিক ইন্সটিটিউটের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
তাঁবু জলসায় শিক্ষার্থীরা নানা কসরত প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।