• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কলারোয়ার ইউএনও করোনা ভাইরাসের সচেতনতামূলক  লিফলেট বিতারণ

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২০, ১৬:৪২ অপরাহ্ণ
কলারোয়ার ইউএনও করোনা ভাইরাসের সচেতনতামূলক  লিফলেট বিতারণ
শুক্রবার কলারোয়ার উপজেলা প্রশাসনের  আয়োজনে, করোনা ভাইরাস সম্পর্কে  উপজেলা জামে মসজিদে জুম্মার নামাজের আগে মুসল্লিদের   জনসচেতনতা বৃদ্ধিতে বলেন আপনার বাড়ির আশে পাশে বিদেশ ফেরত এমন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকবে ও নামাজ শেষে  সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার  আর এম সেলিম শাহনেওয়াজ।
এছাড়া  উপস্থিত ছিলেন মুফতি আতাউর রহমান বিশ্ব বাসির জন্য দোয়া করে বলেন মহান আল্লাহ যেন এই ভাইরাস থেকে আমাদের সকলকে রক্ষা করেন। হিফাজত করেন আমিন।
সাথে সাথে মুসলমানদের ৫ ওয়াক্ত ওযুসহ  নামাজ পড়ার নির্দেশ দেন ও মোনাজাত পরিচালনা করেন।  উপস্থিত ছিলেন অসংখ্য মুুসল্লি বৃন্দ।