করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমির হোসেনের নিজস্ব উদ্যোগে লিফলেট মাস্ক ও বিভিন্ন মসজিদে সাবান ও গামছা বিতারণ করা হয়েছে।
জানা গেছে,শুক্রবার (২৭ মার্চ) বিকালে তালা উপজেলার জেয়ালানলতা গ্রামে ওমর আলী শেখের ছেলে মো. আমির হোসেনের নিজস্ব উদ্যোগে তালার খেজুরবুনিয়া,শেখেরহাট বাজারে ও বিভিন্ন পাড়া মহল্লায় গুরুত্বপূর্ণ এলাকায় সচেতামূলক লিফলেট মাস্ক ও ১০টি মসজিদে সাবান গামছা বিতারণ করেছেন।
এ প্রসঙ্গে আমির হোসেন বলেন, নভেল করোনা ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য গণ সচেতনতার বিকল্প নেই।
তিনি সকল কে জনসমাগম এড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব আরোপ করেন।