শিরোনাম
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত : বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন ওবায়দুল কাদেরের মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

করোনা আক্রান্ত হয়ে সাভারে শিক্ষকের মৃত্যু

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০

সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয়ন গিলবার্ট রোজারিও (৪৯) নামে এক শিক্ষক মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নয়ন গিলবার্ট রোজারিও ধরেন্ডা সেন্ট যোসেফস হাই স্কুল এন্ড কলেজের ইংরেজির সিনিয়র শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শান্ত রোজারিও জানান, গত ৬ জুন করোনায় আক্রান্ত হন বাবা। শরীরে অক্সিজেনের মাত্রা কমে ৮ জুন তাকে ভর্তি করা হয় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তী সময়ে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় তাকে দুই দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী, এই নিয়ে কেবল সাভার উপজেলাতেই মারা গেছেন ২৮ জন। আর করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৮ জন।

মৃত্যুর আগ পর্যন্ত নয়ন গিলবার্ট রোজারিও ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি ধরেন্ডা মিশন তরুণ সংঘ ও সেন্ট ভিনসেণ্ট ক্লাব, রাজাসন এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

নয়ন গিলবার্ট রোজারিও ১৯৭১ সালের ২ অক্টোবর ধরেন্ডা মিশনের রাজাসন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ধরেন্ডা ধর্মপল্লীর সুশীল রোজারিও’র ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এক শোকবার্তায় তিনি জানান, নয়ন গিলবার্ট রোজারিও ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছাড়াও ছিলেন সফল সংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ঠ আরও খবর