করোনা আক্রান্ত রোগী ও পরিবারকে মানবিক চিকিৎসা সহায়তা প্রদানে খুলনা মহানগর বিএনপি’র গঠিত কমিটি আজ শনিবার নগরীর রূপসা স্ট্যান্ড রোডের ৫৭নং রহমান ভিলায় কলসেন্টার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় করোনা আক্রান্ত পরিবারকে ডাক্তারী পরামর্শ, অক্সিজেন সহায়তা, খাদ্য সামগ্রী সহায়তা ও অ্যাম্বুলেন্স সহায়তা ও সার্বিক কর্মকান্ড পরিচালনার জন্য ৫টি উপ-কমিটি গঠন করা হয়।
কলসেন্টার পরিচালনার জন্য সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, আসাদ্জ্জুামান মুরাদ, মেহেদী হাসান দীপু ও গিয়াস উদ্দিন বনিকে দায়িত্ব দেয়াা হয়। এছাড়া অক্সিজেন, খাদ্য সহায়তা, ডাক্তারী পরামর্শ ও অ্যাম্বুলেন্স কার্যক্রম পরিচালনায় পৃথক চারটি টিম গঠন করা হয়। সভা থেকৈ পাঁচ থানায় পাঁচটি মনিটরিং টীম গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে দাফন কার্যক্রম হাতে নেবার জন্য প্রস্তুতির সিদ্ধান্ত নেয়া হয়। পাঁচ থানায় মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- খালিশপুরে এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান ও শাহীনুল ইসলাম পাখী, খুলনা সদর থানায় অধ্যাপক আরিফুজ্জামান অপু ও ইউসুফ হারুন মজনু, দৌলতপুর থানায় সিরাজুল হক নান্নু ও সাজ্জাত হোসেন তোতন, সোনাডাঙ্গা থানায় আসাদুজ্জামান মুরাদ ও সাজ্জাত আহসান পরাগ এবং খানজাহান আলী থানায় আবু সাঈদ হাওলাদার আব্বাস ও এনামুল হাসান ডায়মন্ড।
সভা শেষে কল সেন্টার উদ্বোধন ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময়ে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, সৈয়দা রেহেনা ঈসা, স ম আঃ রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, মুহিবুজ্জামান কচি, শাহিনুল ইসলাম পাখী, এ্যাড. গোলাম মওলা, গিয়াসউদ্দীন বনি, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, আল জামাল ভুঁইয়া, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, এনামুল হাসান ডায়মন্ড, বদরুল আনাম, শরিফুল ইসলাম জনি, মেজবাউদ্দিন মিজু, সেখ কামরান হাসান, কাজী মাহমুদ আলী, মোঃ আলী খান, শহিদুল ইসলাম, কেএম মাহবুব আলম, জিএম রফিকুল হাসান, সিরাজুল ইসলাম লিটন, ডাঃ ফারুক হাসান ও কওসারী জাহান মঞ্জু প্রমুখ।