করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর আন্তর্জাতিক রুটে ফ্লাই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, লন্ডনের ফ্লাইটের শিডিউল সময় বেলা সকাল ১১টা ৪০ মিনিট। বোর্ডিং হওয়ার পর বলা যাবে কতোজন যাত্রী যাচ্ছেন।