• ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২১, ১৩:০৩ অপরাহ্ণ
করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

 

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার দিবাগত রাত ৩টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম মারুফ হোসেন মিনা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মারুফ পরিবারের বড় ছেলে।

মারুফের বন্ধু জাকির মন্ডল জানান, প্রচন্ড পেট ব্যাথার কারণে বৃহস্পতিবারে মারুফ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। শনিবার রাতে মৃত্যুর কাছে হার মানেন মেধাবী ছাত্র মিনা।