করোনার সুযোগ নিয়ে পুলিশের সহযোগিতায় প্রতি ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসায়ীরা : সিটি মেয়র

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০

খালিশপুর ও দৌলতপুর থানা আ’লীগের বিশেষ জরুরি সভা

খবর বিজ্ঞপ্তি
মহামারি করোনাভাইরাসকে সামাজিক ভাবে প্রতিরোধে প্রত্যেক ওয়ার্ডে সর্বসাধারণকে নিয়ে কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ জরুরি সভা করেছে খালিশপুর ও দৌলতপুর থানা আ’লীগ। গতকাল শনিবার বিকাল ৫টায় খালিশপুর এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দৌলতপুর থানা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। খালিশপুর থানার সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু এবং দৌলতপুর থানার সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে পৃথক এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময়ে ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অভিযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশের নিরবতার কারনে মাদক ব্যবসায়ীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। মহামারী করোনার সুযোগ নিয়ে পুলিশের সহযোগিতায় মাদক ব্যবসায়ী নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে।
সিটি মেয়র পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অনতিবিলম্বে মাদক উচ্ছেদ করা না হলে কোন ধরনের আইন শৃংখলার অবনতি হলে তার সকল দায়দায়িত্ব পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে। তিনি দলের সকলকে মাদক এবং করোনা প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুর ইসলাম বন্দ, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মজনু। মনিরুল ইসলাম বাশার ও শহীদুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আ’লীগ নেতা কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, মাকসুদ আলম খাজা, কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর শেখ আব্দুস সালাম, কাউন্সিলর তালাত হোসেন কাউট, কাউন্সিলর এস এম খুরশীদ আলম টোনা, কাউন্সিলর পারভীন আক্তার, কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর মোঃ শেখ শামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, মোর্শেদ আহমেদ মনি, মোঃ জাকির হোসেন, মোঃ শফিউল্লাহ, আব্দুল মজিদ বকুল, সমীর কুমার সরকার, মোঃ সাহাবুদ্দিন, মোঃ শাহাদাৎ হোসেন মিনা, মনিরুল ইসলাম তরফদার, মফিজুর রহমান হিরু, আব্দুর রউফ মোড়ল, হারুনুর রশিদ, জাফর ইকবাল মিলন, আবু জাফর, জিয়াউল আলম খান খোকন, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ জিয়াউর রহমান, ইমরুল ইসলাম, হায়দার আলী মোল্লা, আলী আহমেদ, আসলাম আলী, এস এম মনিরুজ্জামান মুকুল।

সভায় প্রত্যেক ওয়ার্ডে “করোনা প্রতিরোধে সামাজিক স্বেচ্ছাসেবক কমিটি” গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটিতে কাউন্সিলর, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ১৪ দলের সদস্য, স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, এলাকার গ্রহণযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে রাখার সিদ্ধান্ত হয়। ওয়ার্ডের প্রত্যেক রোড থেকে এসকল সদস্যকে কমিটিতে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয়। অকারনে কেউ ঘরের বাইরে ঘোরাফেরা বা অবস্থান করলে এই কমিটির সদস্যরা তাকে ঘরে যেয়ে নিরাপদে থাকতে অনুরোধ করবে বলে সিদ্ধান্ত হয়।
সভায় মাস্ক ব্যবহারে বাধ্য করা এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখার সিদ্ধান্ত হয়।

সভায় প্রত্যেক ওয়ার্ডে বিকাল ৪টার মধ্যে সকল প্রকার দোকান বন্ধ রাখতে অনুরোধ করার সিদ্ধান্ত হয়।

সভায় জোন ভিত্তিক নয়; যে বাড়ি করোনা আক্রান্ত শুধুমাত্র ওই বাড়ি, ওই সড়কের একাধিক বাড়িতে করোনা আক্রান্ত হলে ওই সড়ক লকডাউন করার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ঠ আরও খবর