আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
 


করোনার ওষুধের সবচেয়ে বড় পরীক্ষা চলছে যুক্তরাজ্যে

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধের সবচেয়ে বড় পরীক্ষা যুক্তরাজ্যে চলছে। আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর ফল হাতে আসবে।

দ্য গার্ডিয়ান অনলাইন জানিয়েছে, যুক্তরাজ্যজুড়ে ন্যাশনাল হেলথ সার্ভিসের ১৬৫টি হাসপাতালে পাঁচ হাজারের বেশি করোনা রোগীর ওপর এক মাস ধরে এসব ওষুধের পরীক্ষা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপেও একই ধরনের পরীক্ষা চালানো হয়েছে। তবে এখানে রোগীর সংখ্যা ছিল কয়েকশ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন সংক্রামক ব্যধি ও বৈশ্বিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক পিটার হরবি বলেন, ‘এটা এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষা।’

এর আগে পিটার পশ্চিম আফ্রিকা ও কঙ্গোতে ইবোলার ওষুধ পরীক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন। তার দলটি এবার করোনার ওষুধ পরীক্ষায় সুনিশ্চিত তথ্য চাইছেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি জুনের কোনো এক সময় ফল হাতে পাব। এতে উপকারের বিষটি যদি সত্যিকারার্থে স্পষ্ট হয়, তাহলে উত্তর পাওয়া যাবে দ্রুত।’


Top