আজ || সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


করোণার মরণ ব্যাধি

করোণার মরণ ব্যাধিতে, হা হা কার নামিল পৃথিবীতে।

আনন্দের এই পৃথিবী- আজ পরিণত হয়িল মরুভূমিতে।

করোণার মরণ ব্যাধিতে – আজ হতোভাগারা বিদায় নিল দুনিয়া থেকে।

হতোভাগা শূণ্য দুনিয়াতে – আজ মরুভূমি হয়িল ব্যাধিতে।

এদিকে শুনি, ওদিকে শুনি চারিদিকে কান্নার রব।

কেঁদেছে চীন, কেঁদেছে ইতালি কেঁদেছে বিশ্বের মানুষ।

করোণায় ধেয়ে আসে শুনি, মৃত্যুর হা হা কার।

হয়িল জ্বর, হয়িল কাঁশি তাতেই শুনি মৃত্যু রাশি রাশি।

হয়িল মৃত্যু, পরাইল কাফন দাফনের লোক নাই।

মনুষের কি দিন পড়িল এই দুনিয়ায়।

করোণায় মৃত দেহতে তীল ঠায় আর নাই রে।

ওগো আজ তোরা যাসনে গো যাসনে ঘরের বাইরে।

বেঁচে আছিস যারা থাক তারা বেঁচে।

ভেতরে আছিস তোরা, বাইরে বেরনোর নাম করিস নে।

বাইরে বেরলে আক্রান্ত হোবি বাঁচবি না তোরা কেউ।

অনুরোধ করি, তোরা বাইরে যাসনে কেউ।

তোরা বাইরে যাসনে কেউ।


Top