কবে বিয়ে করবেন, জানালেন রশিদ খান

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০

ক্রিকেটে আফগানিস্তান দলটি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু না করতে পারলেও দলটির তারকা ক্রিকেটার রশিদ খান নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন।

আন্তর্জাতিক পরিসরে বেশ প্রশংসিত এ স্পিনার। আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন এই লেগি।

তাই তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ দেখা যায় ভক্ত-অনুরাগীদের মাঝে। বিশেষ করে তার বয়স নিয়ে অনেক কথাই বলা হচ্ছে।

সম্প্রতি কবে বিয়ে করছেন তিনি, সে প্রশ্ন ছোড়া হয় রশিদ খানকে। কেননা তার আদর্শ সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করেছিলেন। তা হলে এ বেলায় কেন আফ্রিদির অনুসরণ করছেন না?

আজাদি রেডিওর পক্ষ থেকে এমনটিই প্রশ্ন করা হয়।

জবাবে রশিদ বলেন, আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে, তার পরই আমি বিয়ে করব।

রশিদ খানের এমন প্রতিজ্ঞায় ভ্রু কুঁচকাবেন ক্রিকেটবোদ্ধারা।

কেননা এখনও পর্যন্ত কোনো সংস্করণের বিশ্বকাপেই নকআউট পর্বে উঠতে পারেনি আফগানিস্তান। সেই দলের ক্রিকেটারের জন্য এই প্রতিজ্ঞা বেশ বড় ধরনের বলা যায় একে।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আগে আরও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আর টি-টোয়েন্টিতে আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ।

হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই বলেছেন রশিদ খান।

তথ্যসূত্র: ডেইলি হান্ট, ক্রিকেট টাইমস

সংশ্লিষ্ঠ আরও খবর