পাইকগাছার কপিলমুনিতে প্রথম করোনা রোগী শণাক্ত হয়েছে। স্থানীয় সাংবাদিক তপন পালের করোণা উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পাঠান ল্যাবে। আজ তার রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিতীশ চন্দ্র গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তপন খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার কপিলমুনি প্রতিনিধি, অনলাইন দৈনিক দীপ্ত নিউজের সিনিয়র রিপোর্টার ও কপিলমুনি রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটায়। তিনি দীর্ঘদিন যাবৎ কপিলমুনিতে বসবাস করছেন। তার বাবার নাম মৃত বাবুরাম পাল। তার পরিবারের পক্ষে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
উপজেলা সেনেট্যারী কর্মকর্তা উদয় কুমার জানান, আজ মঙ্গলবার, সকালে তার ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।
এদিকে তার করোনা শনাক্ত হওয়ায় দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন,তালা নিউজ২৪পরিবার,তালা প্রেসক্লাব,দীপ্ত নিউজ২৪.কম’র প্রকাশক ও সম্পাদক শেখ দীন মাহমুদসহ দীপ্ত নিউজ পরিবার।
তিনি এখন পর্যন্ত তার কপিলমুনিস্থ ভাড়া বাসায় অবস্থান করছেন বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।