খুলনা চিত্র ডেস্ক: খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন)-এর দেহরক্ষী হিসেবে কর্মরত কনস্টেবল (৪৬৪১) সুমন কুমার ঘরামী (বিপি-৮৮১২১৪৯৯১৩) দেশব্যাপী চলমান আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও জামায়াত-শিবিরের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সুশিল কুমার ঘরামী ও গীতা রাণী ঘরামীর ছেলে। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং ১ পুত্র সন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অকাল প্রয়াত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীর শেষ কৃত্য ধর্মীয় রীতি অনুযায়ী আজ নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
কনস্টেবল (৪৬৪১) সুমন কুমার ঘরামীর অকাল মৃত্যুতে খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীর ভাবে শোকাহত। শোক বিবৃতিতে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা পুলিশ সদস্যের অকাল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।