শিরোনাম
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত : বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন ওবায়দুল কাদেরের মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

ওরা পিঁপড়ের মত আপনাকে পিষে ফেলতে পারে: মোনালি

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

ভারতে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর স্বজনপ্রীতি ও মাফিয়াচক্র নিয়ে তুমুল সমালোচনা চলছে। দেশটির অভিনয় জগতের মতো বা স্বজনপ্রীতি রয়েছে সংগীতজগতেও। বলিউডের সংগীত জগত চালিত হয় দুজন মাফিয়ার দ্বারা। সম্প্রতি গায়ক সোনু নিগম একটি ভিডিওর মাধ্যমে এমন মন্তব্য করেছেন। সোনুর এই মন্তব্যে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর।

ভিডিওটি দেখার পরে মেসেজ পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছেন গায়িকা। এক সাক্ষাৎকারে মোনালি বলেছেন, ‘আমি ওকে ধন্যবাদ জানাই কারণ উনি আমার সিনিয়র এবং বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ইন্ডাস্ট্রির একজন বড় মিউজিশিয়ান সোনু নিগম। তিনি এসবের ঊর্ধ্বে। কিন্তু এটা ঠিক যে মিউজিক ইন্ডাস্ট্রিতে এই ধরনের বহু মাফিয়াগিরি হয়। অনেকেই তাদের টাকা পায় না। সেই জন্যই আমার মিউজিক ইন্ডাস্ট্রির এই পরিবেশটা ভালো লাগে না। আমি আর চেষ্টাও করি না সিনেমায় গান গাওয়ার সুযোগ পাওয়ার। আমি এসব থেকে নিজেকে আলাদা করে নিয়েছি কারণ আমি আমার মানসিক শান্তি চাই।’

মোনালির বলেন, ‘বলিউডে গুণী মিউজিশিয়ানদেরকে সুযোগ দেওয়া হয় না। এতে ওদের কিছু যায় আসে না। পিঁপড়ের মতন আপনাকে পিষে ফেলতে পারে। মাঝারি মানের শিল্পীদের এরা প্রচার করে। আমি খুব সহজভাবেই বলছি এবং জানি আমি কিছুই করতে পারবো না এদের বাঁচানোর জন্য।’

সোনু সেই ভিডিওতে বলেছেন, ‘সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু হয়েছে। একজন অভিনেতার মৃত্যু হয়েছে। আগামীতে এই একই ঘটনা ঘটবে একজন গায়ক বা গীতিকার বা সঙ্গীত পরিচালকের সঙ্গে। কারণ সংগীত জগতে বড় বড় মাফিয়া বসে আছে দুর্ভাগ্যবশত।’

তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি অনেক ছোট বয়সে এই ইন্ডাস্ট্রিতে আসি। আমি বিষয়টা থেকে বেরিয়ে গেছি। গত ১৫ বছরে আমার আর গান গাওয়া সেরকম ইচ্ছে নেই। আমি নিজের মতো করে নিজের জগতে ভালো আছি। কিন্তু নতুন শিল্পী কম্পোজার এবং গীতিকারদের চোখে আমি সেই ফ্রাস্ট্রেশন দেখেছি। তারা কখনও কখনও হাউ হাউ করে কেঁদেছে।’

সংশ্লিষ্ঠ আরও খবর