এ্যাডামস্”ফেডারেল প্রজাতন্ত্রের জার্মানি দূতাবাস বাংলাদেশ”এর সহ সহযোগিতায় করোনা ভাইরাসের কারনে উদ্ভুত পরিস্থিতে খুলনা শহরে বসবাসরত এ্যাডামস্ সংস্থার অসহায় উপকার ভোগীদের মাঝে গতকাল শনিবার সকালে দৌলতপুরস্থ রেলিগেট এ্যাডাস্রে প্রশিক্ষন কেন্দ্রে ৩ শত ৫০ টি পরিবারকে চাউল, ডাল, তেল ও আলু সহ আট প্রকার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ত্রান বিতরন কার্য্যক্রমে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন বাংলাদেশে নিযুক্ত জার্মান এ্যামবাসেডর এইচ ই পিটার ফারেনহোল্টজ,সংস্থার পরিচালক এস এম আলী আসলাম,নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মজনু প্রমুখ।আগামী সপ্তাহে জার্মান এ্যামবাসির সহয়তায় খালিশপুর এ্যাডামস্ শাখা অফিসে তিন শত পঞ্চাশ পরিবারকে একই পরিমান খাদ্য সামগ্রী বিতরন করা হবে।