প্রেস বিজ্ঞপ্তি
ঈদ মোবারক
আগামী ৩০ জুন, ২০২৩ রোজ শুক্রবার এসএসসি ‘৮৯’ ফাউন্ডেশন, তালা এর উদ্যোগে তালা শিল্পকলা একাডেমিতে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।
এই মিলনমেলার প্রাণ আমাদের এসএসসি ‘৮৯’ ব্যাচ, তালার বন্ধুরা। তাই আমরা আমাদের সব বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে চাই।
অতএব আগামী ৩০ জুন, ২০২৩ রোজ শুক্রবার সকাল ৮.৩০ টায় এই মিলনমেলায় তোমাদের সরব উপস্থিতি একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
গৌতম কুমার ঘোষ
আহবায়ক
এসএসসি ‘৮৯’ ফাউন্ডেশন, তালা
তালা, সাতক্ষীরা।
মোঃ রিয়াজুল ইসলাম
সদস্য সচিব
এসএসসি ‘৮৯’ ফাউন্ডেশন, তালা
তালা, সাতক্ষীরা।