নর্দান ইউনিভার্সিটি অববিজনেস এন্ড টেকনলোজি খুলনাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে।
আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আমেরিকানকর্ণারে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃশাহআলম।
এ সময়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর আলোক পাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউ বিটি খুলনার ছাত্র উপদেষ্টা রাজীব হাসনাত শাকিল, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃওয়ালিউল−াহ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো:ওবাইদুল−¬াহসহবিভিন্নশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানেরসভাপতিত¦ করেনবিশ্ববিদ্যালয়েরপ্রক্টর ড. আশিকউদ্দীন মো: মারুফ।
অনুষ্ঠানসঞ্চালনকরেনসিএসইবিভাগেরশিক্ষক সৌমেন্দ্ররায় সৌম্য।