গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় গলা কেটে এক প্রবাসীর স্ত্রী, দুই মেয়ে এবং ছেলেকে খুন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে প্রবাসীর ছোট ভাই আরিফ ওই বাড়িতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
নিহতরা হলো- মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী একই পরিবারের চারজনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাসী কাজলের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামে। কাজাল জৈনাবাজার এলাকায় প্রায় ১৫ বছর আগে বাড়ি বানিয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।
ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যাকাণ্ডের ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে বিষয়টি জানানো হবে।