শিরোনাম
খুলনার গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন বিএনপি নেতা বকুল লাইভে সার্টিফিকেট পোড়ানো তরুণীকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী বাজেয়াপ্তের ভয়ে রেমিট্যান্স হয়ে ফিরছে পাচারের অর্থ : শামসুজ্জামান দুদু ডেঙ্গু রোগীর সংখ্যা এবার ৫ গুণ: স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলেন সাফজয়ী কোচ ছোটন সাতক্ষীরায় ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামি হাশেম গ্রেপ্তার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে হজ্জ যাত্রীদের সালামতি ও দোয়া অনুষ্ঠিত তুরস্কে গণতন্ত্রের জয় হয়েছে : এরদোগান তুরস্কের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি দিশেহারা : ওবায়দুল কাদের

উপকূলীয় শ্যামনগরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। সেই সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

এতে উপকূলীয় রমজাননগর, কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের একাংশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এ সময় নিখোঁজ হন এক জেলে।

নিখোঁজ জেলে কুদ্দুস গাজী (৪০) উপকূলীয় কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে।

কৈখালী ইউনিয়নের বাসিন্দা আব্দুল বারী জানান, কৈখালী পাঁচ নদীর মোহনা থেকে আকষ্মিক ঝড়ের সূত্রপাত ঘটে। এ সময় নদীতে নৌকায় মাছ ধরছিলেন কুদ্দুস গাজী। নৌকাটি নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটি পাওয়া গেছে তবে নৌকায় থাকা জেলে কুদ্দুস গাজীকে এখনো পাওয়া যায়নি।

কৈখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের মাদার নদীতে নিখোঁজের এই ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য তৎপরতা চলছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন জানান, আকষ্মিক ঝড়ে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে খবর পেয়েছি অনেক আধা পাকা, কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, এটি মূলত কালবৈশাখী ঝড়। মাঝেমধ্যেই কিছু কিছু এলাকায় আকষ্মিক সৃষ্টি হয়ে আবার বিলীন হয়ে যায়।

সংশ্লিষ্ঠ আরও খবর