সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর প্রায় দেড়’শ ফুট বেঁড়িবাধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার প্রতাপনগরের কোলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হলেও ভাটার সময় পানি নদীতে নেমে যায়। ইতিমধ্যে স্থানীয়রা স্বেছাশ্রমে বেঁড়িবাধ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে তেমন কোন ক্ষয়ক্ষতি এখনও হয়নি। শনিবার দিবাগত রাতে প্রতাপনগরের কোলা গ্রামের একটি পয়েন্টে এই ভাঙন দেখা দেয়।
স্থানীয়রা জানান, রাতে প্রবেল জোয়ারের চাপে প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের জরাজীর্ণ বেঁড়িবাধ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে স্থানীয়রা স্বেছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বালির বস্তা, মাটি ও বাঁশ দিয়ে বেঁড়ি বাধটি সংস্কার করায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, খবর পেয়ে সকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রুবর্তী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা ভাঙনকবলিত বেঁড়িবাধ পরিদর্শন করেছেন।
আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রুবতী জানান, ভাঙন কবলিত বেঁড়িবাধটি সংস্কারের কাজ চলছে। বিকালে জোয়ারে যদি বেঁড়িবাধটি আর না ভাঙ্গে তাহলে বাঁধটি টিকে যাবে ধারনা করা হচ্ছে।