সাতক্ষীরার আশাশুনিতে করোনা সংকট মোকাবেলায় উপজেলার অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃসুদেষ্ণা সরকার।
মঙ্গলবার আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকট মোকাবেলায় জনগকে সচেতন করার লক্ষ্যে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এ সংকটময় মুহূর্তে অসহায় মানুষ যাহাতে খাদ্য সংকটে না পড়ে এ জন্য আমরা স্বাস্থ্য সেবার পাশাপাশি বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণ কালে সামাজিক দূরত্ব নিশ্চিত করণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঘাতক করোনা ভাইরাস থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ।