শিরোনাম
খুলনার গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন বিএনপি নেতা বকুল লাইভে সার্টিফিকেট পোড়ানো তরুণীকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী বাজেয়াপ্তের ভয়ে রেমিট্যান্স হয়ে ফিরছে পাচারের অর্থ : শামসুজ্জামান দুদু ডেঙ্গু রোগীর সংখ্যা এবার ৫ গুণ: স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলেন সাফজয়ী কোচ ছোটন সাতক্ষীরায় ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামি হাশেম গ্রেপ্তার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে হজ্জ যাত্রীদের সালামতি ও দোয়া অনুষ্ঠিত তুরস্কে গণতন্ত্রের জয় হয়েছে : এরদোগান তুরস্কের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি দিশেহারা : ওবায়দুল কাদের

আমার শক্তি তোমরা : মাহিয়া মাহি

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তারের ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। বর্তমানে মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা।

আর একজন গর্ভবতী মাকে এভাবে গ্রেপ্তার করায় অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে পরীমণি, মেহের আফরোজ শাওন, তমা মির্জা, রাজ রিপা অনেকেই এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মাহির পাশে ছিলেন।

শনিবার (১৮ মার্চ) কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মাহির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

ওরে আমার পরী, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর specifically আমার সমস্ত সাংবাদিক ভাইরা। আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।

ইতোমধ্যে পোস্টটিতে ৮ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ২৫ বার শেয়ারের পাশাপাশি মন্তব্যও করেছেন অনেকে।

শনিবার পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন মাহি। পরে এ দিন রাতেই রাত পৌনে ৮টায় গাজীপুর জেলা কারাগার থেকে কারামুক্ত হন এই নায়িকা।

image

সংশ্লিষ্ঠ আরও খবর