আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


আবারও ভারতে করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড ছাড়ালো

করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর রেকর্ড দেখলো ভারত। মঙ্গলবারও মৃত্যুবরণ করেন ৪ হাজার ৫২৫ জন।

তবে ২৪ ঘণ্টায় কমে এসেছে নতুন সংক্রমণ শনাক্তের হার। নতুনভাবে দু’লাখ ৬৭ হাজারের বেশি মানুষের শরীরে মিললো- করোনা। এ তালিকার শীর্ষে রয়েছে তামিলনাড়ু; রাজ্যটিতে একদিনে ৩৩ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটির উপস্থিতি। এরপরই ৩০ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে কেরালা ও কর্ণাটকে।

তবে মহারাষ্ট্রে কিছুটা কমে এসেছে দৈনিক সংক্রমণ শনাক্ত। তবে মঙ্গলবারও ৬৮০ জনের মৃত্যু দেখলো রাজ্যটি। ৫২৫ জনের মৃত্যুতে পরের অবস্থানেই রয়েছে কর্ণাটক।

এছাড়া সাড়ে তিনশো’র বেশি মানুষের প্রাণহানি দেখলো- তামিলনাড়ু। এদিন শতাধিক মৃত্যু লিপিবদ্ধ করে দেশটির ১১টি রাজ্য। ভারতে করোনাভাইরাসে মোট প্রাণহানি দু’লাখ ৮৩ হাজার ছাড়ালো।


Top