আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


আজ জিতলেই চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ

রিয়াল না অ্যাটলেটিকো? লা লিগার শিরোপা জিতবে কে? উত্তর মিলবে আজকের শেষ রাউন্ডে। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকোর সামনে ভায়োদলিদের বাধা। জিতলেই চ্যাম্পিয়ন হবে অ্যাটলেটিকো, পয়েন্ট হারালে সুযোগ রিয়ালের সামনে। দুটি ম্যাচই শুরু একই সময়ে, রাত ১০টায়।

স্প্যানিশ লা লিগার শিরোপাটা মাদ্রিদেই থাকছে। তবে, রিয়াল না অ্যাটলেটিকো, যাচ্ছে কার ঘরে সেই লড়াই তুমুলে। একটাই রাউন্ড বাকি। সুবিধায় রয়েছে অ্যাটলেটিকো। তবে, ওরা পয়েন্ট হারালেই ভাগ্য খুলে যেতে পারে রিয়ালের।

৩৭ রাউন্ড শেষে ২ পয়েন্টের লিডে অ্যাটলেটিকো। ড্র করলে পয়েন্ট হবে ৮৪। সেক্ষেত্রে রিয়াল জিতলে দুদলের পয়েন্ট হয়ে যাবে সমান। তবে, হেড টু হেডে এগিয়ে থাকায় জিদানের দল বনে যাবে চ্যাম্পিয়ন।

রিয়ালের জন্য রয়েছে সুখবর। রামোস আর ভারানের ট্রেইনিংয়ে ফেরা। দুই উইং ব্যাক কারভাহাল, মেন্ডির সাথে হ্যাজার্ড খেলতে পারবেন না নিশ্চিত। করোনা আক্রান্ত টনি ক্রুসও তাই। ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে খেলা হলেও কাজটা সহজ হবে না রিয়ালের। টেবিলে ওদের অবস্হান ৭ এ। ওপরে থাকা বেতিস বা সোসিয়াদাকে টপকে ইউরোপা লিগে খেলতে হলে রিয়ালের সাথে পয়েন্ট চাই-ই-চাই ভিয়ারিয়ালের। শ্যুটিং ড্রিলে তাই গোলের সামনে নিজেদের ঝালাইটা ঠিক ঠাক সেরে নিয়েছে মাদ্রিদ।

অ্যাটলেটিকোর অতশত সমস্যা নেই। ভাগ্যটা নিজেদের হাতেই আছে সিমিওনের দলের। টেবিলের উনিশ নম্বরে থাকা ভায়োদলিদের মাঠে জিতলেই ২০১৪ এর পর আবারও চ্যাম্পিয়ন হবে অ্যাতলেতিকো। তবে, রেলিগেইশন বাচাতে হোস্টদেরও জিততেই হবে। লা লিগায় টিকে থাকতে ভায়োদলিদও তাই লড়বে প্রাণপণে। অল ইম্পোর্টেন্ট ম্যাচে আতলেতি পাচ্ছে না সাসপেনশনে থাকা সাভিচ আর ইনজুরড লেমারকে। তবে, সিমিওনের হাতে বিকল্পের অভাব নাই। শিরোপার এত কাছে গিয়ে এখন গড়বড় না পাকালেই হলো।


Top