আক্কেলপুরে বজ্রপাতে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২০

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ক্ষেত থেকে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে শ্যালক ও ভগ্নিপতির মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাইকালী ইউনিয়নের চন্দ্রপাইল গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার দুধকুড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে সাকিন হোসেন (২২) এবং আক্কেলপুর উপজেলার চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন (১৯)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, সাকিন হোসেন তার শ্বশুরবাড়ি চন্দ্রপাইল গ্রামে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় আলম হোসেন তার ভগ্নিপতি সাকিন হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে ক্ষেতে মরিচ তুলতে যান। তখন ঝড়-বৃষ্টি শুরু হলে তারা দুইজন ক্ষেতের পাশে তালগাছের নিচে গিয়ে দাঁড়ান। সেখানে বজ্রপাতে তাদের দুইজনের মৃত্যু হয়।

সংশ্লিষ্ঠ আরও খবর