বাংলাদেশ: ৩৩৮/৮ (৫০ ওভার)
আয়ারল্যান্ড ১৫৫/১০ (৩০.৫ ওভার)
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। এর আগে সবচেয়ে বড় জয় ছিল ১৬৯ রানে। সিলেটে জিম্বাবুয়েকে এই রানে হারিয়েছিল ২০২০ সালে। তিন বছর পর সিলেটেই এবার আইরিশদের উড়িয়ে নতুন রেকর্ড গড়েছে লাল সবুজের দল।