যশোরের অভয়নগর উপজেলায় বালিবোঝাই ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার সকাল ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পীরবাড়িসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সাভারপাড়া গ্রামের দবির বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (৪৫) ও ফুলতলা উপজেলার খানজাহান আলী এলাকার আবদুল মালেকের ছেলে মিজানুর রহমান (৫৫)।
আহত ইমামুল শেখ (১৮) ফুলতলা উপজেলার জুগ্নিপাশা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বালিবোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-০১৫৬) যশোর-খুলনা মহাসড়কে ওঠার সময় যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ইজিবাইকের দুই আরোহীর মৃত্যু হয়।
অপরদিকে গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে।