শিরোনাম
মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য কাউন্সিলর ইমরুল হাসানের সাথে খুলনা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

অভয়নগরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০

যশোরের অভয়নগর উপজেলায় বালিবোঝাই ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার সকাল ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পীরবাড়িসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাভারপাড়া গ্রামের দবির বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (৪৫) ও ফুলতলা উপজেলার খানজাহান আলী এলাকার আবদুল মালেকের ছেলে মিজানুর রহমান (৫৫)।

আহত ইমামুল শেখ (১৮) ফুলতলা উপজেলার জুগ্নিপাশা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বালিবোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-০১৫৬) যশোর-খুলনা মহাসড়কে ওঠার সময় যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ইজিবাইকের দুই আরোহীর মৃত্যু হয়।

অপরদিকে গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ঠ আরও খবর