অভিনবকে আইনি পথে শায়েস্তা করবেন খানেরা

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

সালমান খানের ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন নায়ক ভাই অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। সোশ্যাল মিডিয়ায় আরবাজের এই ঘোষণার পর হইহই পড়ে গেছে বলিউডে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে সালমান খান এবং তার পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের ছোট ভাই অভিনব কাশ্যপ। অভিযোগ করেছিলেন, তার কেরিয়ার নষ্ট করতে চেয়েছিলেন খান ব্রাদার্স।

সেই অভিযোগ নিয়ে শোরগোল থিতিয়ে যাওয়ার আগে সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরেছেন অভিনব। ইনস্টাগ্রাম পোস্টে তিনি দাবি করেছেন, ‘সালমান খানের ‘বিয়িং হিউম্যান’ সংস্থা আসলে কালো টাকা সাদা করার জন্য তৈরি। সমাজসেবা সালমানের ছুতো। বাবা সেলিম খানের পরামর্শে তৈরি এই সংস্থা।’

এই দাবির স্বপক্ষে অভিনবের যুক্তি, ‘দাবাং’ পরিচালনার সময় আমি নিজের চোখে দেখেছি, মাত্র পাঁচটি সাইকেল দিয়েছে সালমানের সংস্থা। অথচ পরের দিন পত্রিকায় ৫০০ সাইকেল দেয়ার খবর ছাপা হয়।সঙ্গে সালমানের জয়জয়কার। এসব করেই তো নিজের গুন্ডামি চাপা দেন সালমান। যাতে তার বিরুদ্ধে আদালতে যত মামলা ঝুলছে তা আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায়।’

অভিনবের এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব হিসেবে আইনি পথে যাওয়ার হুমকি দিয়েছেন সালমান খানের ভাই আরবাজ খান। বলেছেন, ‘আমরা আইনি পদক্ষেপ করছি। ফিল্ম অ্যাসোসিয়েশনেও অভিযোগ জানিয়েছি। ব্যক্তিগত কাজিয়ায় একটুও আগ্রহী নই। তাই যা বলার, যা করার সবটাই হবে আইনি পথে।’

বলিউডে যখনই কোনও তারকার অপমৃত্যু ঘটে, তখনই অন্দরের ঝামেলা প্রকাশ্যে চলে আসে। এখন যেমন খান ব্রাদার্স ভার্সেস অভিনবের মধ্যে চলছে। সময়ের প্রলেপে এক সময় থিতিয়েও যায় সেই দ্বন্দ্ব-সংঘাত। দাদা অনুরাগ যেহেতু এই ঝগড়ায় মুখে কুলুপ এঁটেছেন, তাই খান-কাশ্যপ তরজা কতদিন ধোপে টেকে, এখন সেটাই দেখার।

সংশ্লিষ্ঠ আরও খবর