না ফেরার দেশে চলে গেলেন কপিলমুনি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ। কয়েক দিন আগে অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকাবস্থায় আজ শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পর তার মরদেহ নিয়ে যাওযা হয় দীর্ঘ দিনের কর্মস্থল কপিলমুনি কলেজে। সেখানে তার সহকর্মীসহ শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পরিষদের সদস্যরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।
এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় স্বপ্নের প্রতিষ্ঠান অনির্বাণ লাইব্রেরী চত্ত্বরে। সেখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ফুলের শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল।